২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় শীর্ষ স্থান অর্জন করেছে কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সাধারণ ও ভোকেশনাল—উভয় বিভাগ মিলিয়ে প্রতিষ্ঠানটির ১৯২ পরীক্ষার্থীর মধ্যে ১৪২ জন কৃতকার্য হয়েছেন। এর মধ্যে ৩২ জন ছাত্রী পেয়েছেন জিপিএ-৫ (এ-প্লাস)।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সাধারণ বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ১৪৩ জন ছাত্রী, পাস করে ১৩৯ জন। এদের মধ্যে ৩১ জন পেয়েছেন জিপিএ-৫। ভোকেশনাল বিভাগ থেকে অংশ নেয় ৪৯ জন, পাস করেন ৪৩ জন, এদের মধ্যে ১ জন ছাত্রী জিপিএ-৫ অর্জন করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী বলেন, "বোর্ডে ফলাফল তুলনামূলক কম হলেও আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা তাদের কঠোর পরিশ্রম ও শিক্ষকদের সহযোগিতায় ইতিহাস গড়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।"
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক সরকার বলেন, “যশোর বোর্ডের সামগ্রিক ফলাফল এবার কিছুটা নিম্নমুখী হলেও কোটচাঁদপুর উপজেলায় ফল সন্তোষজনক। বিশেষ করে কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে যাচ্ছে।”
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস কে এম সালাহউদ্দীন বুলবুল সিডল বলেন, "শিক্ষকদের নিষ্ঠা ও ছাত্রীদের একাগ্রতার ফলেই এমন ফলাফল সম্ভব হয়েছে। যারা পাস করেছে, তাদের জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন। ভবিষ্যতেও এই সাফল্য ধরে রাখার প্রত্যাশা করি।"
উল্লেখ্য, এ বছর কোটচাঁদপুর উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ১,৩২৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেন ৯০৬ জন, ফেল করেন ৪১৯ জন।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে