রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. মামুন মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। তিনি গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লার পাড়ার মৃত জলিল মিয়ার ছেলে।
রবিবার (১২ জুলাই) দিবাগত রাত ১০টা ১৫ মিনিটের দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, “মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই মো. শিহাবুদ্দীনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মামুন মিয়াকে ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।”
এ ঘটনায় তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে রোববার (১৩ জুলাই) দুপুরে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে