পঞ্চগড়ের সদর উপজেলায় জমি দখলের চেষ্টাকে ঘিরে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ আনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভূক্তভোগী পরিবার। রবিবার (১৩ জুলাই) দুপুরে পঞ্চগড় স্মল টি অনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য এবিএম আখতারুজ্জামান শাহজাহান লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করে বলেন, “সদর উপজেলার হালুয়াপাড়া এলাকায় আমাদের পৈতৃক সম্পত্তি জবরদখল করেছেন জাহাঙ্গীর ও তার পরিবার। তারা জমি দখলের পাশাপাশি চা কারখানা করার অজুহাতে আমাদের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এখন তাঁরা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন।”
তিনি আরও বলেন, “জাহাঙ্গীর একসময় ঢাকায় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এখন রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমাদের হয়রানি করছেন। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চেয়েছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য ভুক্তভোগীরাও জাহাঙ্গীর ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম বলেন, “আমরাই তাদের কাছে জমি পাবো। এখন জমি না দিতে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব নাটক করছে। বরং তারাই সন্ত্রাসী এনে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা কোথাও ন্যায্য বিচার পাচ্ছি না।”
সংঘাতপূর্ণ এই জমি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন দুই পক্ষেরই সাধারণ সদস্যরা।
একুশে সংবাদ/প.প্র/এ.জে