নরসিংদীর পলাশ উপজেলায় ৫১ পিস ইয়াবাসহ টিটু মিয়া (২৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার পারুলিয়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত টিটু মিয়া গজারিয়া ইউনিয়নের ইছাখালি গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পারুলিয়া মোড়ে অভিযান চালিয়ে টিটুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “টিটু মিয়া পারুলিয়া মোড় ও ইছাখালি গ্রামে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। তার কারণে এলাকায় মাদক কেন্দ্রিক নানা অপরাধ সংঘটিত হচ্ছিল।”
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর টিটু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নরসিংদী আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে