বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ‘ভিজিডি (ভিডব্লিউবি)’ কার্ডের উপকারভোগী নির্বাচনে লটারির মাধ্যমে উন্মুক্ত ও স্বচ্ছ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাতটি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, ইউপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইউএনও হরেকৃষ্ণ অধিকারী বলেন, “উন্মুক্ত লটারির মাধ্যমে উপকারভোগী নির্বাচন একটি সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া। এতে প্রকৃত সুবিধাভোগীরাই নির্বাচিত হবেন। এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব বা রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্টসংখ্যক কার্ড বরাদ্দ রয়েছে। আমরা সচেষ্ট থাকি যাতে প্রকৃত দরিদ্র নারীরাই এই সুবিধা পান। এটি আমাদের প্রশাসনিক দায়িত্ব ও নৈতিক অঙ্গীকার।”
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার বলেন, “ভিডব্লিউবি কর্মসূচি নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমরা নিশ্চিত করতে চাই যেন প্রকৃত দুঃস্থ নারীরাই এই কার্ডের সুবিধা পান।”
সাতটি ইউনিয়ন থেকে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হয়। উপস্থিত সবাই স্বচ্ছতা ও ন্যায়ের এই উদাহরণে সন্তুষ্টি প্রকাশ করেন।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে