AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে ১ মণ গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
০৬:০১ এএম, ১৩ জুলাই, ২০২৫

কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে ১ মণ গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার

কুড়িগ্রাম জেলা শহরের সুজামার মোড় এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১ মণ গাঁজা ও একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন ২২ বীর (বঙ্গবন্ধু রেজিমেন্ট) এর সদস্যরা এই অভিযানে অংশ নেয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, মাদক পাচারকারীরা গাঁজা ও মোটরসাইকেলসহ অবস্থান করছিল এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও একটি ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সেনা অভিযানের নেতৃত্বে থাকা কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালিয়ে যায়। তবে আমাদের মাদকবিরোধী ও চাঁদাবাজবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!