AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নালিতাবাড়ীতে ২৬০ বোতল বিদেশি মদসহ পিকআপ জব্দ



নালিতাবাড়ীতে ২৬০ বোতল বিদেশি মদসহ পিকআপ জব্দ

শেরপুরের সীমান্তঘেঁষা নালিতাবাড়ী উপজেলার পশ্চিম চাঁদগাঁও এলাকা থেকে একটি পিকআপভর্তি ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদ জব্দ করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি অভিযানিক দল।

শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানের সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পিকআপচালকসহ অজ্ঞাতপরিচয় মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, জব্দ করা মদের বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭২ হাজার টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা থেকে এসব মদ ঢাকার উদ্দেশ্যে পাচারের পরিকল্পনা ছিল।

পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে অভিযান চালিয়ে যাচ্ছে র‍্যাব। ইতোমধ্যে নালিতাবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে এবং জব্দকৃত মদ ও পিকআপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাব-১৪ এর মিডিয়া উইং সূত্রে জানানো হয়, মাদকবিরোধী অভিযান র‍্যাবের একটি চলমান কার্যক্রম। ভবিষ্যতেও দেশজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!