এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই)। গতবারের মতো এবারও পরীক্ষার ফলাফলে মেয়েরা এগিয়ে। দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে ছাত্রদের চেয়ে ছাত্রী বেশি পাশ করেছে।
অথচ এমন অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে, যেখানে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি। সেই তালিকায় আছে ঝালকাঠি জেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান।
জেলার নলছিটি উপজেলার চারটি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয় , রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় , মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এবং দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বিদ্যালয়গুলোর শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘নলছিটির চারটি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি—এটা উদ্বেগজনক। কেন এমন ফল হলো, তা খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। প্রয়োজনে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে।’
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে