AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরাইলে ধীতপুর এলাকাবাসীর উদ্যোগে কাঁচা রাস্তা মেরামত



সরাইলে ধীতপুর এলাকাবাসীর উদ্যোগে কাঁচা রাস্তা মেরামত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৪ নং ধীতপুর দক্ষিণ এলাকায় স্থানীয় বাসিন্দাদের চাঁদা অর্থায়নে কাঁচা রাস্তা মেরামত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাজী মোহাম্মদ হোসেনের নেতৃত্বে এলাকার মানুষ ছোট-বড় খানা খন্দ এবং গর্ত মেরামতের জন্য রাস্তার মাঝে ইট দিয়ে কাজ করছেন।

স্থানীয় বাসিন্দা নিরঞ্জন মালি, জাকির সৃষ্টি, মনির হোসেন ও নাজমুল জানান, ধীতপুর ৪ ও ৬ নং ওয়ার্ডের একমাত্র প্রধান রাস্তা এটি। প্রতিদিন হাজারো মানুষ, স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা এ রাস্তাটি দিয়ে চলাচল করেন। দীর্ঘদিন ধরে রাস্তা পাকা না থাকায় বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে বড় ছোট গর্ত তৈরি হয়েছে, ফলে চলাচল দুর্ভোগে পরেছে।

বাধ্য হয়ে এলাকাবাসী চাঁদা দিয়ে এবং নিজস্ব শ্রম দিয়ে রাস্তা মেরামত শুরু করেছেন।

রাস্তা মেরামতের উদ্যোগী কাজী মোহাম্মদ হোসেন বলেন, “ধীতপুর গ্রামের প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা গত ৫৪ বছর ধরে পাকা হয়নি। অবশেষে আমরা নিজেদের উদ্যোগে চাঁদা সংগ্রহ করে মেরামতের কাজ শুরু করেছি। স্থানীয় একটি ব্রিকফিল্ড মালিক কিছু ইট দিয়ে সহযোগিতা করছেন।”

তিনি আরও জানান, “আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করব যাতে সরকারি বরাদ্দ পেলে আমাদের সহায়তা দেওয়া হয়।”

 

একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!