গাজীপুরের কালীগঞ্জে পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। অভিযানে চোলাই মদ, ইয়াবা ও চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার পুলিশ উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী, নাগরী ইউনিয়নের ছোট করান এবং পৌরসভার তুমলিয়া এলাকায় অভিযান চালায়।
পুলিশ জানায়, বোয়ালী এলাকার রান্নাঘর থেকে জব্দ করা হয় চোলাই মদ তৈরির উপকরণসহ ১৫ লিটার জাওয়া মদ, করান এলাকা থেকে উদ্ধার করা হয় ৩০ লিটার চোলাই মদ এবং তুমলিয়া এলাকা থেকে জব্দ করা হয় ৯০ পিস ইয়াবা ট্যাবলেট।
অভিযানে আটকরা হলেন:পারুল রোজারিও (৫০) – বোয়ালী এলাকার অতুল রোজারিওর স্ত্রী, নিলয় গমেজ (২৫) – নাগরীর করান এলাকার মৃত জজ গমেজের ছেলে, মামুন শেখ ওরফে ব্ল্যাক মামুন (৪৫) – তুমলিয়া এলাকার মৃত ইদ্রিস আলী শেখের ছেলে ।
পুলিশ জানায়, এরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ) ও ১০(ক) ধারায় পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সকলের সহযোগিতা থাকলে মাদক নির্মূল করা সম্ভব।” তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে