AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে উন্মুক্ত নালায় পড়ে আবারও শিশুর মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৬:০৫ পিএম, ৯ জুলাই, ২০২৫

চট্টগ্রামে উন্মুক্ত নালায় পড়ে আবারও শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরের হালিশহরের আনন্দপুর এলাকায় উন্মুক্ত নালায় পড়ে তিন বছর বয়সী মরিয়ম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পাওয়ার পরপরই আগ্রাবাদ স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৩টা ৫৪ মিনিটে শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, দুর্ঘটনার সময় মরিয়ম বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। ওই নালার স্ল্যাব খোলা থাকায় তার ওপরে পানি জমে ছিল এবং তা দেখে বুঝা যায়নি যে এটি উন্মুক্ত। অসাবধানতায় শিশুটি সেখানে পা দিলে পানির স্রোতে তলিয়ে যায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হয় এবং শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।

চট্টগ্রামে নালায় পড়ে প্রাণহানির ঘটনা এর আগেও বহুবার ঘটেছে। ২০২১ সালের আগস্টে মুরাদপুরে নালায় পড়ে নিখোঁজ হন সবজি বিক্রেতা সালেহ আহমেদ। ওই বছরের সেপ্টেম্বরে আগ্রাবাদ এলাকায় হাঁটার সময় উন্মুক্ত নালায় পড়ে প্রাণ হারান বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়া।

এরপর একই বছরের ডিসেম্বরে ষোলশহরে নালায় পড়ে নিখোঁজ হয় শিশু কামাল, যার মরদেহ উদ্ধার করা হয় তিন দিন পর। ২০২৩ সালের আগস্টে রঙ্গীপাড়ায় উন্মুক্ত নালায় পড়ে মৃত্যু হয় ১৮ মাস বয়সী ইয়াছিন আরাফাতের।

নগর ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা, উন্মুক্ত নালা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রতিনিয়ত ঘটছে এ ধরনের দুর্ঘটনা—যা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!