ঝালকাঠির নলছিটি উপজেলার ষাটপাকিয়া গ্রামের এক মা ও তাঁর ছেলে আনুষ্ঠানিকভাবে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আদালতের হলফনামার মাধ্যমে এই ধর্মান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
ধর্মান্তরিত যুবকের পূর্ব নাম ছিল প্রীতিশ মল্লিক। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে আবদুর রহমান মল্লিক। তাঁর পিতার নাম প্রয়াত বিষ্ণুপদ মল্লিক। একইসঙ্গে তাঁর মাতা কল্পনা মল্লিক-ও ইসলাম ধর্ম গ্রহণ করে বর্তমানে ফাতেমা মল্লিক নাম গ্রহণ করেছেন।
আবদুর রহমান মল্লিক বলেন, “আমি সুস্থ মস্তিষ্ক ও বিবেক-বুদ্ধিসম্পন্ন অবস্থায় সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার ওপর কোনো চাপ বা বলপ্রয়োগ করা হয়নি। ছোটবেলা থেকেই মুসলিম বন্ধুদের সাথে মিশেছি। তাদের জীবনযাপন, ধর্মীয় অনুশাসন, এবং আলেমদের বক্তব্য শুনে উপলব্ধি করেছি—ইসলাম শান্তি ও সত্যের ধর্ম। এসব অনুপ্রেরণাতেই আমি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করি।”
স্থানীয় মুসলমানদের উপস্থিতিতে মাওলানা সাব্বির হোসেনের মাধ্যমে এই ধর্মান্তর সম্পন্ন হয়। প্রক্রিয়াটি পরিচালনা ও তত্ত্বাবধান করেন নলছিটি হাসপাতাল সড়কের বাসিন্দা অ্যাডভোকেট মো. আল আমিন। তিনি নব মুসলিম মা ও ছেলের হাতে ইসলামিক বই ও অন্যান্য উপহারসামগ্রী তুলে দেন।
স্থানীয়রা নব মুসলিমদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাঁদের নতুন জীবনের পথচলায় সফলতা ও শান্তি কামনা করেছেন।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে