নারায়ণগঞ্জের রূপগঞ্জেল ব্যবসায়ী মামুনকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার আসামি মো. রাসেল ফকিরকে আটক করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৯টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে রূপগঞ্জ উপজেলা কলাকান্দা এলাকার নসু ফকিরের ছেলে, হত্যা মামলার ৩ নাম্বার আসামি মো. রাসেল ফকিরকে (২৫) আটক করতে সক্ষম হয় র্যাব-১১।
মঙ্গলবার (৯ জুলাই) র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করে।
এই তথ্যে আরও জানা যায়, গত ১০ জুন (মঙ্গলবার) বিকেলে খোকা নামে একজনকে আটক করে স্থানীয়রা। আটকের খবর ছড়িয়ে পড়লে জাহিদুল ইসলাম বাবু নিজস্ব লোকজন নিয়ে খোকাকে ছাড়াতে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এই সময় মো. মামুন ভূঁইয়া নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঢামেকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন ভূইয়া রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে। পরে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এই হত্যা কাণ্ডের ৩ নাম্বার আসামি মো. রাসেল ফকিরকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
একুশে সংবাদ/না.প্র/এ.জে