আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুড়িগ্রাম জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) কুড়িগ্রাম পৌরসভার সবুজ পাড়া এলাকার জেলা কার্যালয়ে নবগঠিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক।
জেলা আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক পনির উদ্দিন, চিলমারী শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক এ এস এম সাজ্জাদুল ইসলাম, ফুলবাড়ী উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজর আলী এবং উলিপুরের মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হিরা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, এবি পার্টির “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার” — এই তিনটি মূলনীতির ভিত্তিতে একটি অধিকারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের জন্য দায়বদ্ধ ও আন্তরিক রাজনীতি প্রয়োজন। এ সময় নেতারা জেলার শহর থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত এবি পার্টির সাংগঠনিক বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।
শেষে ৫১ সদস্যবিশিষ্ট নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন অতিথিরা।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে