বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন বগুড়া জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, জেলা যুবদলের সদস্য শাহজালাল মাহমুদ চপল, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, উপজেলা যুবদলের নেতা এস এম সোহেল রানা, কারমান আলী মাস্টার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলম স্বপন, মাহমুদুল আলম, দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, মিলন হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন ও আবুল বাশার।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সহসভাপতি হযরত আলী, জেমস আহমেদ বাপ্পি, ইয়াশ হোসেন আকাশ, আহসানুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম শাহরিয়ার, ছাত্রদলের নেতা সোহাগ, খোকন, পৌর তাঁতী দলের সভাপতি জোবায়ের হোসেন জবা, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন এবং মৎস্যজীবী দলের লোকমান হাকিমসহ অসংখ্য নেতা-কর্মী।
এ বিষয়ে জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান বলেন, “বাংলাদেশকে একটি আধুনিক ও জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে তুলে ধরেন। এ দফাগুলো সম্পর্কে মানুষকে অবহিত করা ও তা বাস্তবায়নে জনগণের সমর্থন আদায়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো দেশব্যাপী কর্মসূচি পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সান্তাহার পৌর শহরের এই কর্মসূচি পালিত হয়।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে