AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে মাদক ও মোবাইল আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ



উজিরপুরে মাদক ও মোবাইল আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ

বরিশাল জেলার উজিরপুর উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১:৩০ মিনিটে উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে ছাত্রসন্বয়ক মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আলাউদ্দিন, জামায়াত ইসলামের সেক্রেটারি মো. খোকন সরদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব মো. রোকনুজ্জামান টুলু , সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. তারিক আল মামুন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ  ক্রীড়া শিক্ষক ও প্রতিনিধিবৃন্দ।

এ সময় ৩৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০টি ফুটবল, দশটি ভলিবল, দশ সেট ক্রিকেট সামগ্রী, দশটি ক্রামবোর্ড সেট ও দশ সেট দাবার কোর্ট বিতরণ করা হয়।  

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজনৈতিক নেতাকর্মী ও শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিদেরকে মাদক ও মোবাইল আসক্তি থেকে বিরত রাখার জন্য সর্বোত্তম সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, যে সকল শিক্ষার্থী ও যুবসমাজ ক্রীড়া চর্চা করে তারা কখনো মাদককে আসক্ত হন না। এমনকি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের চেয়ে অনেক বেশি। তাই শিক্ষার্থী ও যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে ফিরে এসে মাঠে নামার আহ্বান জানান।

 

 

একুশে সংবাদ/ব.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!