AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন পরিদর্শনে পশ্চিমাঞ্চল রেলের জিএম



দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন পরিদর্শনে পশ্চিমাঞ্চল রেলের জিএম

রেলওয়ের পশ্চিমাঞ্চল জোন (রাজশাহী)–এর মহাব্যবস্থাপক (জিএম) মো. ফরিদ আহম্মেদ মঙ্গলবার (৯ জুলাই) চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন পরিদর্শন করেছেন। স্টেশনের অবকাঠামো উন্নয়ন ও নতুন ট্রেন চালুর লক্ষ্যে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

জিএম ফরিদ আহম্মেদের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল দুপুর সাড়ে ১১টার দিকে রেলওয়ের বিশেষ ট্রলিযোগে দর্শনায় পৌঁছান। তারা সীমান্তের জিরো পয়েন্ট থেকে রেলবন্দরের শেষ সীমানা পর্যন্ত স্টেশনের সার্বিক অবস্থা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে দর্শনা প্রেসক্লাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দল ও সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি দল জিএম-এর সঙ্গে আলোচনা করেন। তারা দর্শনা হল্ট স্টেশনে চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির (স্টপেজ) দাবি উত্থাপন করেন।

এসময় জিএম ফরিদ আহম্মেদ বলেন,“দর্শনা থেকে ঢাকাগামী নতুন নামে একটি ট্রেন চালুর পরিকল্পনায় এই পরিদর্শন করা হয়েছে। এলাকাবাসীর সুবিধার জন্যই এটি বাস্তবায়ন হবে। আপনারা যে দাবিগুলো তুলে ধরেছেন, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সমাধানের চেষ্টা করা হবে।”

পরিদর্শনে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাসসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা।

এছাড়া সভায় অংশ নেন—দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট,দর্শনা প্রেসক্লাব সভাপতি ইকরামুল হক পিপুল ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. তানভির অনিক,চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, স্থানীয় রাজনৈতিক ও বাজার কমিটির নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

একুশে সংবাদ/চু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!