নেত্রকোনার মদনে তিয়শ্রী ইউনিয়ন বিএনপির প্রয়াত তিন নেতা—সভাপতি রহুল আমিন, যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাহেব আলী মুন্সী ও যুবদলের সভাপতি কবির হাসানের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জুলাই) বিকেলে বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল হাসান খোকন।
স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, মরহুম রহুল আমিনের পিতা শামছুল হক, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ শেকুল, শামছুল আলম লালু, মেহেদি হাসান খান জুসেফ, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, তিয়শ্রী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সফিয়ন তালুকদার, সাবেক সভাপতি আসাদুজ্জামান আজাদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেতেরা চৌধুরী, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল হান্নান তালুকদার, শ্রমিক দলের সভাপতি হাবিবুল্লাহ নান্নু এবং সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ দলীয় নেতা-কর্মীরা।
সবশেষে দোয়া পরিচালনা করেন মদন উপজেলা ওলামা দলের সভাপতি মো. রায়হান মিয়া।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে