AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে মাদক সেবনে শান্তি বিনষ্ট করায় ৩ জনকে মোবাইল কোর্টে দণ্ড


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০২:১৫ পিএম, ৭ জুলাই, ২০২৫

লৌহজংয়ে মাদক সেবনে শান্তি বিনষ্ট করায় ৩ জনকে মোবাইল কোর্টে দণ্ড

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় হেরোইন সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগে তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালে লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল ইমরান মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—
১. জুম্মন শিকদার: ৪৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।
২. সাকিব মাহমুদ: ৪৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা।
৩. মিরাজ আকন: ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন জানান, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 


একুশে সংবাদ/মু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!