চট্টগ্রামের বোয়ালখালীর কালুরঘাট আমতলে অবস্থিত খানকা শরীফ প্রাঙ্গণে প্রতিষ্ঠিত তাহেরিয়া সাবেরিয়া কমপ্লেক্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) বাদে আছর আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাহীন শাহে সিরিকোটি (রহঃ) নূরাণী হাতে প্রতিষ্ঠিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের তত্ত্বাবধানে এই কমপ্লেক্সটি চট্টগ্রাম-কক্সবাজার আরকান রোড সংলগ্ন কালুরঘাট আমতলে গড়ে তোলা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, বিশিষ্ট কলামিস্ট ও সংগঠক অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার। সভাপতিত্ব করেন খানকা শরীফের ভূমিদাতা ও কমপ্লেক্স নির্মাণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবদুর রহমান সওদাগর।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
গাউসিয়া কমিটি দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব মো. শেখ সালাউদ্দীন
বোয়ালখালী থানা গাউসিয়া কমিটির সভাপতি নুর ইসলাম মুন্সী এবং সাধারণ সম্পাদক আব্দুল মনসার
বোয়ালখালী পৌরসভা শাখার সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আলম খান
প্রচার সম্পাদক ও সমাজসেবক মোহাম্মদ মিজানুল হক
পটিয়া বড়লিয়া ইউনিয়নের উপদেষ্টা ও সাংবাদিক আজম খান
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মো. বেলাল এবং সাধারণ সম্পাদক ইয়াকুব
অনুষ্ঠানে হুজুর কেবলার আশেক ও ভক্তবৃন্দ ব্যাপক সংখ্যক উপস্থিতি এবং ধর্মীয় উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
তাহেরিয়া সাবেরিয়া কমপ্লেক্সের উদ্বোধনের মধ্য দিয়ে এ এলাকা একটি নতুন ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পেল বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।