AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রুমার পাহাড়ে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বান্দরবান
১০:১৬ এএম, ৩ জুলাই, ২০২৫

রুমার পাহাড়ে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চীন ন্যাশনাল আর্মি (কেএনএ) বাহিনীর এক কমান্ডারসহ দুজন সশস্ত্র সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে ওই পাহাড়ি এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা জঙ্গলে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন বলে জানিয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সেনাবাহিনীর অভিযানে কেএনএ’র দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা যান। অভিযানে তিনটি সাবমেশিনগান (এসএমজি), একটি রাইফেল, বিপুল পরিমাণ গুলি ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

নিহতদের নাম ও পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আইএসপিআর জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!