দেশের দ্বিতীয় বৃহত্তম ও মিনি কক্সবাজার হিসেবে খ্যাত চট্টগ্রামের জনপ্রিয় পারকি সমুদ্র সৈকত এখন ভয়াবহ ভাঙনের মুখে। এক সময়ের মনোমুগ্ধকর এই সৈকতের সৌন্দর্য দিন দিন হারিয়ে যাচ্ছে সমুদ্রের ধাবমান ঢেউ ও প্রাকৃতিক দুর্যোগে। এ অবস্থায় সৈকতের দুরবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন আনোয়ারা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ভাঙনকবলিত এলাকাগুলো পরিদর্শন করেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আবদুল নুর চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা সৈকতের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন এবং স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে প্রেস ক্লাবের সভাপতি আবদুল নুর চৌধুরী বলেন, দিনদিন পারকি সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। সমুদ্রের তীব্র ঢেউয়ের আঘাতে ঝাউগাছ, বাঁধ, দোকানপাট ও অন্যান্য স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে এই সৈকতের পর্যটন সম্ভাবনা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। তিনি আরও বলেন, পারকি সৈকত শুধু আনোয়ারার গর্ব নয়, এটি চট্টগ্রামের সমগ্র অঞ্চলের একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। এ অবস্থায় সৈকত রক্ষায় এখনই টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং উপকূলীয় অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি। এ সময় প্রেস ক্লাব নেতারা সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই ঐতিহ্যবাহী সৈকত হয়তো চিরতরে বিলীন হয়ে যাবে। পাশাপাশি স্থানীয় জনগণের মাঝেও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া উচিত।
প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারের বিকল্প হিসেবে পরিচিত পারকি সৈকত কেবল ভ্রমণপিপাসুদের নয়, এ অঞ্চলের অর্থনীতির জন্যও একটি সম্ভাবনার নাম। তাই দায়সারা উদ্যোগ নয়, বরং সুপরিকল্পিত ও সময়োপযোগী পদক্ষেপেই রক্ষা পেতে পারে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই উপকূলীয় সম্পদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি বদরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরানুল হক চৌধুরী, সদস্য আরাফাত, মো. ফখর উদ্দিন, হাসান ইমরান প্রমুখ।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে