ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযানে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্য—স্বামী-স্ত্রী—কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ময়মনসিংহ সদরের রাজাগঞ্জ সাহেব কাচারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিএনসি। গ্রেপ্তারকৃতরা হলেন—চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড় দীঘিরপাড় এলাকার মো. হাবিব ও তার স্ত্রী সাজেদা আক্তার।
ডিএনসি সূত্রে জানা গেছে, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএনসির উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে