AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় শিশু ধর্ষণ মামলায় এক আসামিকে যাবজ্জীবন, তিন জন খালাস


Ekushey Sangbad
আতাউর শাহ, নওগাঁ
০২:০৯ পিএম, ২৪ আগস্ট, ২০২৫

নওগাঁয় শিশু ধর্ষণ মামলায় এক আসামিকে যাবজ্জীবন, তিন জন খালাস

নওগাঁর পত্নীতলায় কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় আসামী আব্দুস সালাম (৩৮)কে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর আদালত যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন। পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।

আসামী আব্দুস সালাম নওগাঁ সদর থানার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। আদালতে উপস্থিত অন্য তিন আসামী—চয়েন আলী মুন্সি, আলমগীর হোসেন ও নাজমা খাতুন—কে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আব্দুস সালাম স্থানীয় ব্যবসায়ী। ২০২২ সালের ১১ জুলাই বিকেলে কিশোরীকে বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় সিএনজি যোগে অপহরণ করে। এরপর নওগাঁ সদর থানার ভবানীপুর দক্ষিণপাড়া এলাকার একটি ভাড়া বাসায় আটক রেখে একাধিকবার ধর্ষণ করেন। ভুক্তভোগীর বাবা পত্নীতলা থানায় অভিযোগ করলে র‍্যাব অভিযান চালিয়ে মেয়েকে উদ্ধার এবং আসামিকে গ্রেফতার করে।

আদালতে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষের সরকারি কৌশলী এ্যাডভোকেট রেজাউল করিম ও অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, “অপরাধ প্রমাণিত হলে পার পাওয়ার কোন সুযোগ নেই। রায় সন্তোষজনক।”

আসামী পক্ষে কৌশলি ফাহমিদা কুলসুম জানিয়েছেন, উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি নেওয়া হবে।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!