নাটোরের বড়াইগ্রামে শাখা ও সিঁদুর পরে কীর্তন অনুষ্ঠানে উপস্থিত তিন মুসলিম নারীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা হিন্দু সেজে আসা নারীদের গলায় থাকা সোনার চেইন কৌশলে ছিনিয়ে নেওয়ার অভিযোগে আটক হয়েছেন।
আটককৃতরা হলেন—শামসুন্নাহান বেগম (২৮),লিপি আক্তার (৩০), রোজিনা খাতুন (২৬)।
স্থানীয়রা জানান, কীর্তন অনুষ্ঠানে উপস্থিত চায়না রানীর পাশে বসে ওই তিন নারী কৌশলে চেইনটি খুলে নেয়ার চেষ্টা করেন। চায়না রানী তা শনাক্ত করলে জামাই মন্টু কুমার কুন্ডুর সহায়তায় স্থানীয়রা তাদের আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে মহিলা পুলিশের সহায়তায় এক ভরি ওজনের সোনার চেইন উদ্ধার করা হয়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন বলেন, “তারা পরিকল্পিতভাবে হিন্দু সেজে কীর্তন অনুষ্ঠানে এসে নারীদের টার্গেট করেছে। এটি একটি আন্তঃজেলা প্রতারক চক্র। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”
একুশে সংবাদ/না.প্র/এ.জে