AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরের কেশবপুরে সাবেক মেয়র রফিকুল গ্রেপ্তার


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৮:০৬ পিএম, ২ জুলাই, ২০২৫

যশোরের কেশবপুরে সাবেক মেয়র রফিকুল গ্রেপ্তার

যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে স্থানীয়দের সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে পৌরসভার ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র জানায়, গতবছর ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম তার বাড়ি ভবানীপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরের দিকে তার বাড়ি
স্থানীয় কিছু যুবক ঘিরে রাখে। বিষয়টি বুঝতে পেরে সাবেক মেয়র রফিকুল ইসলাম ওই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। ঘটনাটি পুলিশ জানতেপে রে ওই বাড়ি থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জনগণ রফিকুলকে ঘিরে রাখে। সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

উল্লেখ্য, রফিকুল ইসলাম ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। পরে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে ফের আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন তিনি।

 

একুশে সংবাদ/য.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!