ঝালকাঠির সদর উপজেলার মির্জাপুর গ্রামের সেই অসহায় বৃদ্ধা বিধবা আমেনা বেগমের পাশে দাঁড়ালেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
৭০ বছর বয়সী এই বৃদ্ধা বিধবা হয়েছেন ৩০ বছর আগে। দুই ছেলে ও এক মেয়ে তারাও প্রতিবন্ধী। ছেলেদের স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে তাদের সংসার চালান। আর মেয়ে থাকেন তার শ্বশুর বাড়িতে। আমেনা খাতুনের স্বামীর রেখে যাওয়া একমাত্র সম্বল ঘরে একা বাস করেন। ঘূর্ণিঝড় সিডরে গাছ পড়ে সেটিও ভেঙে যায়। একটু বৃষ্টি হলে পানিতে ডুবে যায়। নিরুপায় হয়ে এই ভাঙা ঘরে আশপাশের মানুষ যে খাবার দেয় তা দিয়ে দুবেলা দু-মুঠো খেয়ে বেঁচে থাকেন।
এর আগে তাকে নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে তাকে সহায়তার ব্যবস্থা করেন।
বুধবার (২ জুলাই) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬ হাজার টাকা ও দুই বান টিন প্রদান করা হয়।
এ সময় ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সহসভাপতি আল-আমীন তালুকদার, পোনাবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আল আমিন, ইউপি সদস্য মনজুর শরিফ উপস্থিত ছিলেন।
ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে নগদ টাকা ও টিন দেওয়া হয়েছে। তাছাড়া ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে ওনার থাকার মতো জায়গা তৈরি করে দেওয়া হয়।
এদিকে, একই দিনে ঢাকার সাংবাদিকদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সঙ্গে আছি ফাউন্ডেশনের পক্ষ থেকেও নগদ ১০ হাজার টাকা সহায়তা পান আমেনা।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে