বাগেরহাটের মোংলা পৌর শহরের রাজ্জাক সড়কের এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে চীনা নাগরিকের ছিনতাই হওয়া আইফোন উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ। মাত্র ছয় ঘণ্টার মধ্যেই ছিনতাইকারীকেও আটক করেছে পুলিশ।
মোবাইল ফোনটির বাজারমূল্য প্রায় ১,৮৫,০০০ টাকা। ঘটনাটি ঘটে সোমবার (৩০ জুন) সকাল ৮টার দিকে।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, চীনা নাগরিকের মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পরপরই মোংলা থানা পুলিশের একটি দল অভিযান শুরু করে।
ছিনতাইকারী কেওড়াতলা এলাকার আনোয়ারের ছেলে আরমানকে (১৭) কৌশলে আটক করা হয়।
আরমানের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজ্জাক সড়কের চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী তিশার বাড়ি থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। অভিযানকালে তিশা বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ আরও জানায়, আরমান একজন নিয়মিত মাদকসেবী এবং ছিনতাইয়ের সাথে জড়িত। চীনা নাগরিক সংক্রান্ত হওয়ায় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় মোংলা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করায় মোংলা থানা পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন।
 
একুশে সংবাদ/বা.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
