বাংলাদেশের কৃষি খাত ও গ্রামীণ অর্থনীতিকে রূপান্তর করে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস’।
রোববার (২৯ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচি ছিল কৃষকদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ আয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রমেশ চন্দ্র ঘোষ। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’—এই প্রকল্পের আওতায় উপজেলা কৃষি বিভাগ অনুষ্ঠানটির আয়োজন করে।
মূলত কৃষি প্রযুক্তি, উদ্যোক্তা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, বাজার সংযোগ ও টেকসই উৎপাদন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে এই আয়োজন।
সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের প্রশিক্ষণ শুধু কৃষকদের জ্ঞান বৃদ্ধি করে না, বরং স্থানীয়ভাবে উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

