নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপি কেন্দ্রীয় নেতা ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, “নেতৃত্ব মানে ঘুষ খাওয়া নয়, কারও উপর জুলুম করাও নয়। নেতৃত্ব মানে হলো ন্যায়ের পথে থেকে জনগণের সেবা করা। ঘুষখোর ও দুর্নীতিবাজরা সমাজে বেশিদিন টিকতে পারে না। একসময় তাদের মুখোশ সবার সামনে উন্মোচিত হয়।”
রোববার (২৯ জুন) বিকেলের দিকে কেন্দুয়া উপজেলার সাগুলী গ্রামে প্রয়াত বিএনপি নেতা ফজলুল হকের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি ফ্যাসিস্টদের সঙ্গে আপস করতেন,তাহলে জেলে না গিয়ে তিনি রাজপ্রাসাদে বসবাস করতেন। কিন্তু তিনি আপসের পথ বেছে নেননি, বেছে নিয়েছেন ত্যাগের পথ— কাঁটায় ভরা সংগ্রামের পথ। তিনি সবকিছু বরণ করেছেন শুধু মাত্র আপনি-আমার জন্য,দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য। আজও লড়াই করছেন।”
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বারবার ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত ড. হিলালী আরও বলেন, এই ত্যাগের প্রতি আমাদের দায় আছে।
আমাদের মা যদি জীবনের সব সুখ বিসর্জন দিতে পারেন, আমরা কেন পিছিয়ে থাকব? এখনই সময়, ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামার। এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার। বিএনপির বিপক্ষে বিভিন্ন পক্ষ ঐক্যবদ্ধ হচ্ছে। তাই সবাইকে সজাগ ও প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, “এই সরকারের ফ্যাসিস্ট দমননীতি ভুলে গেলে চলবে না। আমাদের ঐক্যই হবে ধানের শীষের বিজয়ের মূল শক্তি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরাং ইউনিয়ন বিএনপি, সভাপতি গোলাম মস্তুফা ভূঁইয়া।
সাগুলী গ্রামের বাসিন্দা ও কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন,পৌর বিএনপি সভাপতি খোকন আহমেদ, কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক নুরুল হক ভূঁইয়া, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তরুণ সমাজসেবক জসিম উদ্দিন আহমেদ খোকন,নিহতের ছেলে সেচ্ছাসেবক দল নেতা ফরিদ আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শেখ মস্তুফা কামাল বাবলু,বিএনপি নেতা সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মাইনউদ্দিন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক শামীম,উপজেলা ওলামাদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান পাঠান,ছাত্রদল নেতা আবুল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।
স্মরণসভায় নেতাকর্মীদের আবেগঘন পরিবেশে প্রয়াত বিএনপির মাগফেরাতসহ দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে