নরসিংদীর পলাশ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে তিন শতাধিক কচু গাছ ও ৩০টি কলা গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (২৮ জুন) রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড় এলাকায় লাভলী বেগমের জমিতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী লাভলী বেগম জানান, তার ভাই মাহবুব আলম মন্টি প্রায় পাঁচ বছর আগে বালিয়া মোড়ের বড় মসজিদের পাশে পাঁচ শতক জমি কিনেন। ভাই প্রবাসে থাকায় তিনি নিজেই জমিতে সবজি ও ফলের চাষ করে আসছিলেন। জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় সুমন মিয়ার সঙ্গে তাদের বিরোধ চলছিল।
লাভলী বেগম অভিযোগ করে বলেন, বিরোধের জেরে শনিবার রাতে সুমন মিয়ার পরিবারের কয়েকজন লোক দা দিয়ে তার জমিতে লাগানো কচু ও কলা গাছ কেটে ফেলে। পরদিন সকালে জমিতে গিয়ে কাটা গাছগুলো পড়ে থাকতে দেখেন তিনি।
পরবর্তীতে তিনি পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

