সাভারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মালিকাধীন অন্ধ মার্কেটে সন্ত্রাসীদের চাঁদাবাজি ও জোরপূর্বক দোকান দখল বন্ধের দাবিতে দৃষ্টি প্রতিবন্ধীরা মানববন্ধন করেছে।
শনিবার (২৮ জুন) দুপুরে সাভার-বিরুলিয়া আঞ্চলিক সড়কের অন্ধ মার্কেটের সামনে কয়েক শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীরা এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার বলেন, আমরা এই মার্কেটের ভাড়া দিয়ে অন্ধদের কল্যাণে জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করি। কিন্তু এখানে সন্ত্রাসী নজরুল ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় মার্কেটে এসে চাঁদা দাবি করে। কুরবানী ঈদের পরে ওই সন্ত্রাসীরা বাহিনীরা মার্কেটের ম্যানেজারের কাছে এসে ১০ হাজার টাকা দাবি করে। কিন্তু ম্যানেজার দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে (ম্যানেজার) হত্যার চেষ্টা করে।
এ সময় তিনি আরো বলেন, ওই সন্ত্রাসীরা মার্কেটে এসে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নাম ভাঙ্গানো, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ভাঙ্গানোসহ কতিপয় সাংবাদিকদের নাম ব্যবহার করে চাঁদাদাবি, ছাত্র আন্দোলনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি, অবৈধভাবে মার্কেটের দোকান লিখে দিতে চাপ প্রয়োগ বলে অভিযোগ করেন তিনি। এসময় সরকার ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানায় তিনি।
এসময় মানববন্ধনে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কয়েক শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীরা অংশ গ্রহণ করেন।
একুশে সংবাদ/ঢা.প্র/এ.জে