AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নকলায় পার্টনার প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
০৮:১৭ পিএম, ২৬ জুন, ২০২৫

নকলায় পার্টনার প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

শেরপুরের নকলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় পার্টনার প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, শেরপুরের উপপরিচালক সাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, শেরপুরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) আলমগীর কবীর ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

আরও বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে, উপজেলা সমবায় কর্মকর্তা নওশেদুজ্জামান, কৈয়াকুড়ি নামাপাড়া পার্টনার ফিল্ড স্কুলের চেয়ারম্যান্যান আব্দুস সেলিম, ধনাকুশা পূর্বপাড়া পার্টনার ফিল্ড স্কুলের চেয়ারম্যান সোহেল রানা, কৃষক মনিরুল ইসলামসহ অনেকেই।

স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা তাবাসসুম মকবুলা দিশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিহা ইয়াসমিন।

পার্টনার কংগ্রেস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপন করা হয়েছিল কৃষির উচ্চ প্রযুক্তি নির্ভর ৪টি স্টল। তাছাড়া অনুষ্ঠানেরহ আয়োজনে ছিল নাটিকা ও কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।  

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত পিএফএস (পার্টনার ফিল্ড স্কুল) এর কৃষক এবং নন পিএফএস কৃষকদের মাঝে কৃষি বিষয়ক অভিজ্ঞতা, সফলতা, উদ্যোক্তা হতে করণীয় এবং কৃষিপ্রযুক্তি বিষয়ক মতামত একে অপরের কাছে শেয়ার করে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস ঘটানো হয়।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!