AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে আবাসিক গ্যাস সরবরাহ বন্ধ, চরম ভোগান্তিতে ২০ হাজার গ্রাহক



চাঁদপুরে আবাসিক গ্যাস সরবরাহ বন্ধ, চরম ভোগান্তিতে ২০ হাজার গ্রাহক

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের মহেশখালী উপকূলের গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান টার্মিনালে জাহাজ থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ বন্ধ রয়েছে। এতে চাঁদপুর জেলায় প্রায় ২০ হাজার আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই সংকট শুরু হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা, বিশেষ করে রান্না নিয়ে বিপাকে পড়েছেন গৃহিণীরা।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের বিক্রয় বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মীর ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেছেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কুমিল্লা কার্যালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বৈরী আবহাওয়ার কারণে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে।

চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকে রাত পর্যন্ত গ্যাসের চাপ কমে যায়। বৃহস্পতিবার ভোর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় সরবরাহ।

শহরের পুরান বাজার পূর্ব শ্রীরামদী এলাকার গৃহিণী নাজমা আক্তার বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ এলেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে গ্রাহকদের সতর্ক করা উচিত। মাইকিং করলে আমরা বিকল্প ব্যবস্থা নিতে পারি।’

নিউ ট্রাক রোডের ঢালীবাড়ির বাসিন্দা ফাতেমা আক্তার বলেন, ‘সকালে চুলায় আগুন দিতে গিয়ে দেখি গ্যাস নেই। ৮টার দিকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। নাশতা বানাতে পারিনি। বাসায় অতিথি ছিল, খুব বিপদে পড়েছি।’

প্রকৌশলী মীর ফজলে রাব্বী বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জাহাজ থেকে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। এতে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে। চাঁদপুর এলাকার গ্যাসের একমাত্র সোর্স সাগরের এলএনজি। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি মহেশখালী টার্মিনাল হয়ে কুমিল্লার লাকসামের বিজরা নামক স্থান থেকে চাঁদপুরে আসে।’

তিনি জানান, ‘সাগর উত্তাল কিংবা প্রাকৃতিক বৈরী ভাব দেখা দিলে টার্মিনাল ও জাহাজের নিরাপত্তার স্বার্থে জাহাজ থেকে এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফলে চাঁদপুর জেলার একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পাঁচটি সিএনজি স্টেশনসহ ২০ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।’ তিনি আরো বলেন, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত গ্যাস সরবরাহও পুনরায় চালু হবে।
 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

Link copied!