"দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঞ্জুর রহমান, লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।
একুশে সংবাদ/না.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

