চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা, পথচারীদের চলাচলের পথে দোকানদারদের অবৈধভাবে স্থাপনা গড়ে তোলা ও যানজট সৃষ্টির মতো অপরাধের প্রমাণ মেলে। এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় তাৎক্ষণিকভাবে ৫টি মামলায় মোট ১৩,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান শেষে ইউএনও তাহমিনা আক্তার বলেন,“জনস্বার্থে বাজারে শৃঙ্খলা রক্ষা ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন অব্যাহত থাকবে।”
স্থানীয় বাজার ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ ক্রেতারা এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত নজরদারির আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে