লক্ষ্মীপুরে নতুন ঋণগ্রহীতাদের মৎস্য ও প্রাণিসম্পদ পালন বিষয়ে দক্ষ করে তুলতে "মৎস্য ও প্রাণিসম্পদ পালনে দক্ষতা উন্নয়ন" শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) জেলা শহরের সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার।
সমাজসেবা কর্মকর্তা মো. শরীফ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহামুদুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মানিক খাঁন প্রমুখ।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৩৫ জন নতুন ঋণগ্রহীতা অংশ নেন। প্রশিক্ষকবৃন্দ অংশগ্রহণকারীদের মৎস্য ও গবাদি পশুপালন সংক্রান্ত আধুনিক পদ্ধতি, রোগব্যবস্থাপনা, খাদ্য ও পরিচর্যা, এবং বাজারজাতকরণে নানা দিক-নির্দেশনা প্রদান করেন।
আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে নতুন উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থানের সক্ষমতা বৃদ্ধি করা এবং আর্থ-সামাজিক উন্নয়নে তাদের দক্ষভাবে সম্পৃক্ত করা।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

