মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী হাইল হাওরে মৎস সংরক্ষণ ও সুরক্ষা আইন বাস্তবায়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে যৌথ অভিযান চালিয়ে ২০ টি রিঙ জাল (চায়না দুয়ারী) ও ২ হাজার মিটার নেট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস উপজেলা মৎস্য অফিস জানায়, জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়সহ শ্রীমঙ্গল থানা পুলিশের একদল সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ জানান, হাইল হাওরে মৎস সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ আহরণ ঠেকাতে বিশেষ অভিযান চালিয়ে আমরা বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছি। পরে হাওরের পাশেই জব্দ করা জালগুলো আগুনে বিনষ্ট করা হয়েছে। হাইল হাওরে মৎস সংরক্ষণ ও সুরক্ষা আইন বাস্তবায়নেএ ধরনের অভিযান নিয়মিত চলবে।
এদিকে পুলিশের অভিযানে সড়ক পরিবহন আইনে এক গাড়ি চালককে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, থানার এসআই সাইদুর রহমান খান সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন কিলো-২ ডিউটিতে শহরের ভানুগাছ রোডের ১০ নম্বর গোল চত্বরে চেকপোষ্ট করাকালীন অবস্থায় কমলগঞ্জ থেকে ওভার লোডেড বালু ভর্তি ড্রাম ট্রাক যাার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ট ১৫-৪৮৯৮ আটক করে চালকের নিকট প্রয়োজনীয় কাগজপত্র চাইলে চালক ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ীর কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সড়ক পরিবহন আইনে ওই চালককে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে