শ্রীমঙ্গল পৌরসভার চলতি অর্থ বছরের বাজেট বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা সভাঅনুষ্ঠিত হয়েছে।মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার চলতি অর্থ বছরের বাজেটে স্যানিটেশন উন্নয়ন খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে স্থানীয় পর্যায়ে উন্নয়ন সংস্থা ম্যাক বাংলাদেশ মৌলভীবাজার।
বুধবার সকাল ১০টায় শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটোরিয়ামের সম্মেলনকক্ষে ম্যাক বাংলাদেশ মৌলভীবাজারের আয়োজনে এবং Rising for Rights for Strengthening Civil Society Network to Achieve SDG 6 Project. প্রকল্পের সহযোগিতায় শ্রীমঙ্গল পৌরসভার চলতি অর্থ বছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক ও ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, পৌরসভার ২৬৯ জন জনবলের মাঝে মাত্র ২১ জন জনবল রয়েছেন। খুব সীমিত জনবলের মাধ্যমেও আমরা পৌর এলাকাব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন পরিকল্পনা প্রণয়ন-বাস্তবায়ন এবং পানি ও স্যানিটেশন সেবা উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করেছি। পৌরসভার সার্বিক উন্নয়েন চলতি অর্থ বছরে বিশাল বাজেটে পেশ করা হবে। স্যানিটেশন উন্নয়ন খাতসহ বিভিন্ন খাতে পৌর বিধি মোতাবেক পরিকল্পনা ও বরাদ্দ গ্রহণ করা হবে।
পৌর নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ, পৌরশহরের সৌন্দর্যবর্ধণসহ ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণে পৌরসভার পক্ষ থেকে নানা উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করা হয়েছে। আগামীতে তা অব্যাহত থাকবে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আরমান খান, শ্রীমঙ্গল পৌরসভার হিসাবরক্ষক নেপাল কৃষ্ণ দত্ত, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, নারী ফোরাম সদস্য, শিক্ষক, ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিক, আইডিয়া, সলিডারিটি, সুপ্রভাত উন্নয়ন সংস্থা, সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধিগণ।
সভাপতির বক্তব্যে ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ জানান, ফানসা বাংলাদেশের ব্যানারে ম্যাক বাংলাদেশ বর্তমানে পৌর এলাকায় অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন সেবা নিশ্চিত করার লক্ষ্যে শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় রাইজিং ফর রাইটস নামে একটি প্রকল্পের কাজ চলছে। প্রকল্পটির কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমানে একটি গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। গবেষণা কার্যক্রমের আওতায় পৌর এলাকার বর্তমান স্যানিটেশন অবস্থা যাচাই, শিট ফ্লো ডায়াগ্রাম তৈরি, পৌর এলাকাব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন পরিকল্পনা প্রণয়ন এবং পানি ও স্যানিটেশন সেবা উন্নয়নে নানাভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, ম্যাক বাংলাদেশ স্থানীয় পর্যায়ে একটি উন্নয়ন সংস্থ্য। সংস্থাটি বাংলাদেশের দরিদ্র ও হতদরিদ্র মানুষের আর্থসামাজিক অবস্থা, পরিবেশ, পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। পাশাপাশি নেটওয়ার্কিং কার্যক্রমের আওতায় ম্যাক বাংলাদেশ বর্তমানে এর সদস্য হিসেবে কাজ করছে ।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে