সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। একই সঙ্গে তার ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়েছে, যিনি মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে।
রোববার (১৫ জুন) দুপুরে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার ওই বাড়িতে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট অভিযান পরিচালনা করে। অভিযান শুরুর পরপরই বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফিয়ে পালাতে গিয়ে গুরুতর আহত হন রুমন। পরে তাকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি রাইফেল, ৩০০ পিস ইয়াবা, বিদেশি মদ ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিফাত আমিন বর্তমানে যুক্তরাষ্ট্রে বড় ছেলের বাসায় অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে রুমন একাই পারিবারিক ওই বাসায় ছিলেন। স্থানীয়দের অভিযোগ, তিনি নেশাসক্ত ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
আটক রুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/ ই.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

