নড়াইল জেলার নড়াগাতী থানার পুলিশ অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মিলন শেখ (৩৩)। তিনি নড়াগাতী থানার অন্তর্গত ডুমুরিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত হাসান শেখের ছেলে।
মঙ্গলবার (৩ জুন) সকালে নড়াগাতী থানার ৮ নম্বর বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণপাড়া গ্রামের যোগানিয়া-নলামারা গামী পাকা সড়কের ওপর থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ.এম. তারেক, এএসআই (নিঃ) নজরুল ইসলাম ও এএসআই (নিঃ) মো. মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মিলন শেখকে আটক করেন।
তল্লাশির সময় তার কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় জেলার প্রতিটি থানা মাদকবিরোধী অভিযানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। পুলিশ জানায়, মাদকমুক্ত নড়াইল গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ /ন.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

