যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ১ কেজি ৩৯৭ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ লিটন রায় (৫০) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে তার জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আটক লিটনের বাড়ি ঢাকার শাখারী বাজার এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, শাখারী বাজারের চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে ঝিনাইদহ পথে ভারত পাচারের উদ্দেশ্যে রওনা দেন।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ / য.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

