জামালপুরের ইসলামপুরে অভিযান চালিয়ে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। একইসঙ্গে গোডাউন সিলগালা এবং মিল মালিককে আটক করা হয়েছে। সোমবার (২ জুন) রাত ২টার দিকে পৌর এলাকার গাঁওকুড়া মা রাইচ মিলের গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মিল মালিক আরিফ মিয়া দাবি করেছেন, তিনি চালগুলো ক্রয় করেছেন। তবে চালের বৈধ উৎসের উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় চাল জব্দ, গোডাউন সিলগালা এবং তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, মা রাইচ মিলের মালিক আরিফ মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি চাল মজুদ করে বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় তা বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী গভীর রাতে ওই মিলটিতে অভিযান চালিয়ে এই চাল জব্দ ও তাকে আটক করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মজুদকৃত সরকারি চাল জব্দ করা হয়। চাউল অবৈধভাবে সংগ্রহ ও সংরক্ষণের দায়ে মিল মালিক আরিফ মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
একুশে সংবাদ / জা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

