গত ৩০ মে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে পটুয়াখালী জেলার সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের এক দুস্থ, সহায় সম্বলহীন ও অসুস্থ ৯০ বছরের এক বৃদ্ধার মানবেতর জীবনযাপনের খবর ছড়িয়ে পড়ে।
বিষয়টি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৮ এর নজরে আসে। পরে নিজস্ব মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানা যায়, ওই ভূমিহীন বৃদ্ধা অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
পরবর্তীতে অধিনায়ক, র্যাব-৮, লে. কর্নেল নিস্তার আহমেদ, বিজিবিএমএস বৃদ্ধাকে সহায়তায় এগিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেন।
র্যাব তার সৃষ্ঠিলগ্ন থেকেই জঙ্গীবাদ নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান রোধ ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও, র্যাব নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করে আসছে।
এরই অংশ হিসেবে র্যাব ওই ৯০ ঊর্ধ্ববৃদ্ধার পাশেঁ দাড়ানোর উদ্যোগ গ্রহণ করে এবং তাকে ঈদের উপহার সামগ্রী, একটি ছাগল, কাপড়, খাদ্যদ্রব্য, বিছানাপত্র ও অন্যান্য তৈজসপত্র প্রদান করে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-এর এই কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান র্যাবের অধিনায়ক তুহিন রেজা।
একুশে সংবাদ /প.প্র/এ.জে