বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাফওয়ান আহমেদ ইফাজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টার দিকে বাউফল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বৈরী আবহাওয়ার মাঝেও বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজ সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব, সিনিয়র যুগ্ম সম্পাদক ইয়াসিন আরাফাত জিসান, সাংগঠনিক সম্পাদক লাদেন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং এ ধরনের বর্বরোচিত হামলার নিন্দা জানান।
একুশে সংবাদ / চ.প্র/এ.জে