বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাস পাওয়াকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়ীতে একটি শুকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করে জামায়াতের নালিতাবাড়ী উপজেলা শাখা।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসাইন বিএসসি, রুহুল আমিন, দ্বীন মোহাম্মদ, আবু সামিত, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জুবায়ের, শিবির সভাপতি ওমর ফারুক, ভারপ্রাপ্ত পৌর আমীর আরিফ রব্বানী প্রমুখ।
বক্তারা এটিএম আজহারুল ইসলামের মুক্তিকে “ন্যায়ের বিজয়” হিসেবে উল্লেখ করে বলেন, এই রায়ের মাধ্যমে সত্য প্রমাণিত হয়েছে। তারা দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবার সচেতন ভূমিকার আহ্বান জানান।
একুশে সংবাদ / শে.প্র/এ.জে