AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাউখালীতে জমি বিরোধের জেরে নারীর মৃত্যু


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৭:৩৯ পিএম, ২৮ মে, ২০২৫

কাউখালীতে জমি বিরোধের জেরে নারীর মৃত্যু

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগম (৫২) নামে এক নারী প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে সেখানে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ জমিতে চাষাবাদ নিয়ে প্রতিবেশী কৃষক পিরুর স্বামীর সঙ্গে আলাপ করছিলেন রোকেয়া বেগম। এ সময় প্রতিবেশী জাহাঙ্গীর আকন পেছন থেকে রড দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন।

রোকেয়ার কন্যা আফিয়ার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারী জাহাঙ্গীর ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রোকেয়া বেগমকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে খুলনা হাসপাতালে নেওয়া হয়।

মৃত্যুর আগে আহত রোকেয়া বেগমের মেয়ে আফিয়া অভিযোগ করেন, জাহাঙ্গীর আকন ছাড়াও তার স্ত্রী সুরমা বেগম, সোবাহানের স্ত্রী রাহেলা, এবং আলমগীরের স্ত্রী শাহনাজ মিলিতভাবে তার মাকে মারধর করে গুরুতর আহত করে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

 

একুশে সংবাদ / পি.ট/এ.জে

Link copied!