রাজশাহীর তানোরে আল মদিনা হিমাগারে বিদ্যুৎপৃষ্ট হয়ে রানা আহমেদ (১৯) নামের এক তরুণ ইলেক্ট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি তানোর উপজেলার চাঁন্দুড়িয়া গ্রামের রেজাউল করিমের ছেলে। মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রানা আহমেদ দীর্ঘদিন ধরে আল মদিনা হিমাগারে ইলেক্ট্রিশিয়ানের কাজ করতেন। বর্তমানে হিমাগারের পাশে একটি নতুন স্টোর নির্মাণের কাজ চলছিল। ওই স্টোরে ঢালাই কাজের জন্য ব্যবহৃত ভাইবেটার মেশিনে বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গিয়ে রানা দুর্ঘটনার শিকার হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী শ্রমিক আজিজুর রহমান বলেন, “ভাইবেটারের লাইনে সমস্যা হলে রানা লাইন বন্ধ করে দিতে বলেন। তারপরও সম্ভবত লাইন চালু থাকায় কাজ করার সময় সে বিদ্যুৎপৃষ্ট হয়।”
স্থানীয়রা অভিযোগ করেন, হিমাগার কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। অতীতেও এই হিমাগারে প্লাস্টার করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
একজন এলাকাবাসী বলেন, “প্রতিবার মৃত্যুর পর কিছু টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেয়া হয়। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।”
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “ঘটনার খবর পাওয়ার পর আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। মরদেহ বর্তমানে রামেক হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকলে ময়নাতদন্ত শেষে মামলা প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। আপাতত একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।”
একুশে সংবাদ /রা.প্র/এ.জে