শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দলটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ.টি.এম আজহারুল ইসলামের খালাসের রায় উপলক্ষে দোয়া মাহফিল, শুকরানা নামাজ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে পৌরসভার ফেরুষা মহল্লায় জামায়াত কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে জামায়াতের নকলা উপজেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা গোলাম সারোয়ার এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি শরিফুল ইসলাম শরিফ। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শূরা সদস্য ও নকলা অঞ্চলের পরিচালক ড. আনোয়ার হোসেন।
বক্তারা বলেন, ২০১২ সালের ২২ আগস্ট এ.টি.এম আজহারুল ইসলামকে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে ২০২৫ সালের ২৭ মে উচ্চ আদালতে আপিলের রায়ে তিনি খালাস পান।
সভায় নেতৃবৃন্দ রায়টিকে ‘ন্যায়বিচারের বিজয়’ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের পৌর সভাপতি মাওলানা শাহ আলম শাহজাহান, উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক রেজাউল হাসান সাফিত, পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা হযরত আলীসহ অন্যান্য স্থানীয় নেতারা।
একুশে সংবাদ / শে.প্র/এ.জে