AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত



চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয় ৭৬ নম্বর মেইন পিলারের নিকট শূন্য রেখার বাংলাদেশ অংশে। বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান এবং বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার বৈঠকে নিজ নিজ বাহিনীর নেতৃত্ব দেন।

বৈঠকে সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। বিজিবি কমান্ডার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের পুশইন করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং এটি বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বিএসএফ কমান্ড্যান্টকে অনুরোধ জানান।

তিনি বলেন, "যদি কোনো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর প্রয়োজন হয়, তাহলে তা বৈধ প্রক্রিয়ার মাধ্যমে তালিকা আকারে বিজিবিকে হস্তান্তর করতে হবে। জাতীয়তা যাচাই শেষে দ্রুত সময়ের মধ্যেই প্রত্যাবাসনের ব্যবস্থা করা হবে।"

বিএসএফ কমান্ড্যান্ট বিজিবির প্রস্তাবে সম্মতি জানান এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সে বিষয়ে তাদের স্থানীয় কমান্ডারদের নির্দেশনা দেওয়া হবে বলে আশ্বাস দেন।

উভয় পক্ষ সীমান্ত হত্যা রোধ, অবৈধ পারাপার ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠক শেষে দুই বাহিনীর কমান্ডারগণ ৭৬ নম্বর সীমান্ত পিলার পরিদর্শন করেন।

 

একুশে সংবাদ / চু.প্র/এ.জে

Link copied!